Story Writing : Class 10 (WBBSE)

Story Writing : Class 10 (WBBSE)

Introduction : 

☆ Story writing is task-dependent type of writing in which a student has to narrate a story based on the outlines given in the questions paper.

☆ After writing the main story a title or heading is provided. Remember, title is seldom written in complete sentence. It contains a few words and tells about the theme of the subject matter.

☆ Story is generally presented in past time. But when dialogues are inserted present tense is used.

☆ Some stories contain moral. It is written at the end of the story. Usually proverbs are used as morals but you may use a sentence of your own.

◇ প্রথমে Story-র জন্য দেওয়া নির্দেশিকা বা introduction টি পড়ে এবং outline বা সংকেতটি পড়ে গল্পটি সম্বন্ধে একটি ধারণা তৈরি করে নিতে হবে ।

◇ Story writing -এ একটি title দিতে হয় এবং একটি story-র একেবারে উপরে থাকে। title-টি এমন ভাবে ঠিক করতে হবে যাতে সেটি গল্পের মূল বিষয়বস্তু সম্বন্ধে একটি আভাস দেয় । মনে রাখতে হবে title  কখনই সম্পূর্ণ বাক্যে লেখা হয় না । এর পরিবর্তে কয়েকটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিষয়বস্তুকে বোঝানো হয় । Title কখনও মূল চরিত্র বা মূল ঘটনাকে ইঙ্গিত করে ।

◇ মূল শব্দটির লেখার সময় মনে রাখতে হবে Story-র ক্ষেত্রে মূল Writing function হল Narrating. এটি সম্পূর্ণ বাক্যে প্রকাশ করতে হয় । বেশিরভাগ গল্প Once upon a time বা  Many years ago বা Long ago দিয়ে শুরু হয় । প্রথম বাক্যটি সাধারণত Introductory ‘there’ বা There was / were ……. বা There lived…. এই কাঠামোয় শুরু হয় । 

◇ Outline-এ যতগুলি অসম্পূর্ণ তথ্য আছে সেগুলি সম্পূর্ণ বাক্যে প্রকাশ করে লিখতে হবে এবং Information  gap গুলির বাক্যগুলি ভেবে নিতে হবে ।

◇ বেশিরভাগ Story তে  Past Tense ব্যবহার করা হয় । তবে যদি কোন চরিত্র সরাসরি কথা বলে তখন তাদের কথাগুলি inverted comma বা উদ্ধৃতি চিহ্ন ( “…..”) দিয়ে Present Tense-এ প্রকাশ করা হয় ।

◇ গল্পের ঘটনা গুলি পরস্পর বা Sequence অনুযায়ী লিখতে হয় এবং একটি বাক্যের সঙ্গে পূর্বের বর্ণিত বাক্যটির সম্বন্ধ নির্ণয় এর জন্য উপযুক্ত শব্দ সমষ্টি বা Linker ব্যবহার করতে হয় । এই সংযোজন গুলো  নিচের মত হতে পারে – 

One day……. / But……..Then….. / From then on …… / After sometimes….. / Immediately after  ……/ As a result…./ Consequently…. etc. 

◇ যদি কোন পয়েন্টে Subject উল্লেখ না করা থাকে তাহলে সে ক্ষেত্রে, Pronoun ( He/ She/ It/ They etc.)  ব্যবহার করতে হবে এবং গল্পের প্রধান চরিত্রের নাম অনুসারে উল্লেখ করতে হয় ।

◇ প্রশ্নে দেওয়া linker -এ যদি VERB না থাকে সে ক্ষেত্রে  WAS /WERE/HAD ইত্যাদি AUXILIARIES ব্যবহার করা যাবে।

◇ SENTENCE STRUCTURE : Linker + Subject/ Pronoun + Verb ( past tense) + object / complements. 

BEGINNING OF A STORY THE FIRST LINE

☆ Once upon a time there lived  গল্পের চরিত্রের নাম in/at জায়গার নাম . 

☆ Once upon a time there was / were গল্পের চরিত্রের নাম in/at জায়গার নাম .

Once upon a time there lived গল্পের চরিত্রের নাম in/at জায়গার নাম .

Once upon a time there was / were গল্পের চরিত্রের নাম in/at জায়গার নাম .

Many years ago, there lived  / there was গল্পের চরিত্রের নাম in/at জায়গার নাম .

Long ago, there lived / there was গল্পের চরিত্রের নাম in/at জায়গার নাম .

Once গল্পের চরিত্রের নাম Was/were living in/at জায়গার নাম .

Once গল্পের চরিত্রের নাম Had কি ছিল তার সংখ্যা  in/at জায়গার নাম .

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *